ম্যানচেস্টারে ছুরিকাঘাতে কিশোর খুন।
গ্রেটার ম্যানচেস্টারে ১৭ বছর বয়সী এক কিশোর ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। জোসিয়া নরমান নামের এই কিশোর টার্গেট কিলিং এর স্বীকার বলে ধারনা করছে পুলিশ।
বুধবার (২১ এপ্রিল) রাত ৮ টা ১৫ মিনিটে সেলফোর্ড এর পেভারিল রোড়ে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, কিশোরকে বুকে ছুরিকাঘাত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সিতে নেয়ার কিছুক্ষণ পরেই ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।
এই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ১৭ বছর বয়সী আরেক কিশোরকে আটক করেছে পুলিশ। গোয়েন্দারা তদন্ত এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। উক্ত এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে ।





