ম্যানচেস্টারে কোরোনায় আরেক বাংলাদেশীর মৃত্যু ! ৭২ ঘন্টায় লংসাইটে মারা গেলেন ৩ জন !
শনিবার সন্ধ্যায় কোরোনায় আব্দুল ওয়াদুদ নামে ৪৭ বছর বয়সী আরেকজন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন।
আব্দুল ওয়াদুদ লংসাইট এলাকার ওল্ড হল লেইনের বাসিন্দা। উনার বাংলাদেশের ঠিকানা সিলেটের মৌলভীবাজার জেলার উত্তর মুলাইম গ্রামে। তিনি সম্প্রতি কোভিড ১৯ এ আক্রান্তের পর অবস্থার অবনতি হলে হাসপাতালে স্থানান্তরিত হন। আনুমানিক ৩ সপ্তাহ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে থাকার পর আজ সন্ধ্যায় মৃত্যুর হার মানেন।
এদিকে গত ৭২ ঘন্টায় ম্যানচেস্টারের বাঙালী অধ্যুষিত লং সাইট এলাকায় কোরোনায় ৩ জন বাংলাদেশী মারা যাওয়ায় কমিউনিটিতে শোক ও আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য মারা যাওয়া ৩ জনের বয়স ছিলো ৪০ থেকে ৫০ এর মধ্যে।





