#গ্রেটার ম্যানচেস্টার

ম্যানচেস্টার মেয়র এন্ডি বারহাম দ্বিতীয়বার নির্বাচিত।

দ্বিতীয়বারের মতো জয় ছিনিয়ে নিলেন লেবার প্রাথী ও বর্তমান মেয়র এন্ডি বারহাম। প্রায় দুই তৃতীয়াংশ ভোট নিয়ে তিনি পুনঃনির্বাচিত হয়েছেন। গতবারের চেয়ে ৪ শতাংশ বেশি (৬৭%) ভোটে তিনি জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টরি প্রার্থী লরা ইভান্স পেয়েছেন ১৯ শতাংশ ভোট।

ম্যানচেস্টার কনভেনশনাল সেন্টারে নির্বাচন উত্তর এক সমাবেশে এন্ডি অশ্রুসিক্ত নয়নে বলেন, আমি কৃতজ্ঞ আমার পরিবার ও সহকর্মীদের প্রতি। আমি দায়বদ্ধ প্রতিটি মানুষের প্রতি যারা আমাকে ভোট দিয়ে পুনঃনির্বাচিত করেছেন। এ সময় তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, এই মহামারি পরিস্থিতিতে আমরা সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। তবে দুই একজন মন্ত্রীর প্রতি বিদ্রুপ করে বলেন, আমাদেরকে বিবর্তনের পথে ঠেলবেন না, আর অবাক হবেন না যদি প্রত্যুত্তর পেয়ে যান।

এন্ডি তার নির্বাচনের ইস্তিহার অনুযায়ী, এই টার্মে বেশি প্রাধান্য দিবেন ট্রান্সপোর্ট ও হাউজিংয়ের উপর। তিনি বলেন, ম্যানচেস্টারবাসীদের এই দুই প্রধান সমস্যার সমাধান খোঁজাই হবে তার এবারের মূল লক্ষ্য।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *