প্রতারক তিন বোন অবশেষে জেলখানায়
চেসশায়ারের তিন বোন সারাহ, লিনসি ও এমিলাইন বার্ডন এবং তাদের সহযোগী সোনিয়া মালহি অর্থ প্রতারণার দায়ে অভিযুক্ত হয়েছে। এদের মধ্যে তিন বোনকে ১৮ মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে এবং তাদের সহযোগী আদেশের অপেক্ষায় আছে।
এই চারজনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, এরা বিভিন্ন ব্যবসাহিক প্রতিষ্ঠান হতে কাস্টমারদের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে বিপুল পরিমানের দামি দামি পণ্য অনলাইনের মাধ্যমে ক্রয় করতো এবং পরবর্তীতে সেই সকল পণ্য কোম্পানীর শো রুমে ফিরত দিয়ে নিজেদের একাউন্টে টাকা ট্রান্সফার করিয়ে নিতো। এভাবে এই চারজন গত ফেব্রূয়ারি থেকে মে পর্যন্ত ১৫০টি লেনদেনের মাধ্যমে প্রায় ৬২ হাজার পাউন্ড চুরি করে নিয়ে যায়।
চেসশায়ার পুলিশের গোয়েন্দা বিভাগ জানায়, গত কয়েকমাসের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে এই চারজন ধরা পরে। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে মার্চ মাস থেকেই গোয়েন্দারা এই চারজনের পিছনে লাগে এবং সকল প্রমাণাদি সংগ্রহ করে অবশেষে এদের ঘরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। অভিযানের সময় অভিযুক্তদের ঘর হতে বিপুল পরিমানের ডিজাইনার কাপড়, পারফিউম, কসমেটিকস ও আসবাবপত্র উদ্ধার করা হয়।





