ছুরি নিয়ে স্কুলে প্রবেশ এক আততায়ীর।

মানচেস্টারের মস্টনে অবস্থিত লিলি লেইন প্রাইমারি স্কুলে ছুরি নিয়ে একব্যক্তি প্লে গ্রাউন্ডে ঢুকে পরে। আতংকিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের চিৎকার শুনে স্কুল কর্তৃপক্ষ দ্রুত পুলিশকে খবর দেন।
অভিভাবকদের বরাতে জানা যায়, মধ্যাহ্ন ভোজের পর স্কুলের প্লে গ্রাউন্ডে শিক্ষার্থীরা যখন খেলায় মগ্নছিল, তখন অজ্ঞাতনামা একব্যক্তি ছুরি নিয়ে ঢুকে পরে। এ সময় বাইরে অপেক্ষারত কিছু অভিভাবক আতংকিত হয়ে চিৎকার করতে থাকলে স্কুলের পক্ষথেকে পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে সাধারণ পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঘটনার সময় স্কুলের অন্যান্য শিক্ষার্থীদেরকে যারযার শ্রেণীকক্ষে নিরাপত্তার খাতিরে আবদ্ধ রাখা হয়। এ সময় পুরো স্কুলের সকল প্রবেশদ্বার পুলিশ ঘিরে রাখে, যার কারণে স্কুল ছুটির পরেও শিক্ষার্থীরা বের হতে পারেনি। সন্তানদের নিতে আসা অভিভাবকরা উদ্বিগ্ন অবস্থায় রাস্তায় জড়ো হতে থাকেন। অনেক বাবা-মা কান্নায় ভেঙে পরেন।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশের পক্ষথেকে জানানো হয়, আততায়ী কোন এক অভিভাবককে আক্রমণের উদ্দেশ্যেই স্কুলে প্রবেশ করে। তবে তদন্ত করে দেখা হচ্ছে, এর পিছনে আর কোন উদ্দেশ্যে আছে কী না। সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের কর্মীবৃন্দ নিরাপদে শিক্ষাঙ্গন ত্যাগ করতে পেরেছেন।