গ্রেটার ম্যানচেস্টারের ৫টি বারায় বেড়েছে করোনা সংক্রমণ।
বিগত কয়েকমাসে করোনা ভাইরাসের সংক্রমণের হার কিছুটা কমতির দিকে থাকলেও গ্রেটার ম্যানচেস্টারের দশ বারার মধ্যে ৫টি বারায় আবারো বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। এগুলো হলো ওল্ডহ্যাম, ট্রাফোর্ড, ওয়াইগান, টেমসাইড ও বলটন। বাকী ৫টিতে কভিড সংক্রমণের সংখ্যা নিম্নমুখী।
পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য মতে, গত দুই সপ্তাহে
হঠাৎ করে বলটনে করোনা রোগী শনাক্তের হার ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে বলটন এই রিজনে সর্বনিম্ন ছিলো।
অন্যান্য বারাগুলির মধ্যে বেরি, স্টকপোর্ট, সালফোর্ড, রচডেল এবং ম্যানচেস্টারে সংক্রমনের হার অনেকটা কমতির পথে। এদের মধ্যে সালফোর্ডে কমেছে সবচেয়ে বেশি, প্রায় ১৪ শতাংশ। এরপরেও সালফোর্ড আক্রান্তের দিক দিয়ে সমস্ত রিজনের মধ্যে শীর্ষে আছে। অগাস্টের ১৫ তারিখ পর্যন্ত এই বারায় প্রতি লাখে ৩৪৬.৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ৩৪৩.৪ সংক্রমণ হার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ওল্ডহ্যাম। এই মুহূর্তে ২৩০.০ হার নিয়ে সর্বনিম্নে আছে বলটন।
গ্রেটার ম্যানচেস্টারের সবগুলি বারাই করোনা ভাইরাস সংক্রামণের জাতীয় গড় অনুপাত (৯৮.২) থেকে দুই-তিনগুন বেশী। লকডাউন পুরোপুরি তুলে নেয়াকে এর জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা।





