#গ্রেটার ম্যানচেস্টার

গ্রেটার ম্যানচেস্টারের ১৬৪ টি স্কুলে কভিড -১৯ রোগী শনাক্ত ।

স্কুল খোলার তৃতীয় সপ্তায় গ্রেটার ম্যানচেস্টারের ১৬৪ টি স্কুলে নিশ্চিতভাবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

রিসেপশন, নার্সারী, প্রাইমারি ও সেকেন্ডারি মিলিয়ে ১৬৪ টি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষীকা ও অন্যান্য স্টাফদের মধ্যে এই ভাইরাস দেখা গেছে। আক্রান্ত স্কুলগুলির নিৰ্দিষ্ট কিছু ক্লাসের সকল শিক্ষার্থী ও কর্মীদেরকে ১৪ দিনের সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে। কোন কোন স্কুলের দুই তৃতীয়াংশ ছাত্র ছাত্রীকে আইসোলেশনে রাখা হয়েছে।

স্কুল খোলার আগে থেকেই সরকার নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও কোন ভাবে রোধ করা যাচ্ছেনা কভিড – ১৯ এর সংক্রামন। দিন দিন বেড়েই চলেছে।

এদিকে, করোনা ভাইরাস টেস্ট নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েব সাইটটিও ঠিক মতো কাজ না করায়, অনেকে চাইলেও টেস্ট করাতে পারছেন না। সেলফ আইসোলেশনের পর কভিড – ১৯ টেস্ট করিয়ে নেগেটিভ আসলেই কেবল মাত্র যে যার যার কর্মস্থলে বা স্কুলে ফিরতে পারবেন। কিন্তু ওয়েব সাইটটি কার্যকর না হওয়ায় কেউ টেস্ট বুকিং দিতে পারছেন না, ফলে অনেকেই ১৪ দিন পার হয়ে যাওয়ার পরও ঘরে বসে আছেন।

উদ্ভুত পরিস্থিতি নিয়ে এন এইস এস আশাবাদ ব্যক্ত করলেও পরিস্থিতির কোন উন্নতি হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *