গ্রেটার ম্যানচেস্টারের ২ হাজার স্বাস্থ্য কর্মীর চাকরী হুমকির মুখে !
ইংল্যান্ডে নিয়োজিত সকল স্বাস্থ্যকর্মীদের বাধ্যতামূলুক করোনা টিকার ১ম ডোজ নেয়ার শেষ দিন ছিলো ১৬ সেপ্টেম্বর। এর মধ্যে ডাক্তার, নার্স, টেকনিসিয়ান, প্যারামেডিক্স ও অ্যাডমিন স্টাফদের প্রায় সকলেই দুই ডোজ নেয়া সম্পন্ন করলেও বিপত্তি বেঁধেছে কেয়ার ওয়ার্কারদের নিয়ে। এদের একটি বড় অংশ এখন পর্যন্ত ১ম ডোজই নিতে সক্ষম হননি।
এদিকে যুক্তরাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, যারা ১১ নভেম্বরের মধ্যে দুই ডোজ টিকা নিতে ব্যর্থ হবেন, তাদেরকে স্বাস্থ্যখাতে কাজ করতে দেয়া হবে না।
গ্রেটার ম্যানচেস্টারের ২ হাজার কেয়ার ওয়ার্কার করোনা টিকা নিতে অস্বীকৃতি জানান, ফলে নভেম্বরের ১১ তারিখের পর এদের চাকরীচ্যুতি প্রায় নিশ্চিত হয়ে দাঁড়িয়েছে।
কেয়ার ওয়ার্কারদের ইউনিয়ন বলছে, সরকারের ‘টিকা নেই তো চাকরী নেই’ নীতির ফলে গ্রেটার ম্যানচেস্টারের অনেক কেয়ার হোম অনিশ্চয়তার মধ্যে পতিত হবে। তাদের উচিৎ বিষয়টি পুনঃ বিবেচনা করা। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে, করোনা টিকার দুই ডোজ না নিলে স্বাস্থ্যক্ষেত্রে কাজ করার কোন সুযোগ নেই।
তথ্যসূত্রঃ ম্যানচেস্টার ইভিনিং নিউজ।





