#গ্রেটার ম্যানচেস্টার

গ্রেটার ম্যানচেস্টারে করোনা সংক্রমন সালফোর্ডে সর্বোচ্চ।

২০২১ সালের শুরুর দিকে করোনা ভাইরাসের সংক্রামণের হার কিছুটা কমতির দিকে থাকলেও বিগত দুইমাসে গ্রেটার ম্যানচেস্টারের ১০টি বারায় আশঙ্কাজনকভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা। তবে আশার কথা হলো, অধিকাংশ বারায় সংক্রমন এখন নিম্নমুখী।

পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য মতে, গত দুই সপ্তাহে গ্রেটার ম্যানচেস্টারের বেরি, টেমসাইড, স্টকপোর্ট, ট্রাফোর্ড, ওয়াইগান এবং বলটনে সংক্রমনের হার ৩০০ এর নিচে। ম্যানচেস্টার, ওল্ডহ্যাম ও রচডেল এখনো ৩০০ এর উপরে।

তবে প্রতি লাখে ৪০০জন আক্রান্তের সংখ্যা নিয়ে সবার উপরে আছে সালফোর্ড। আশঙ্কাজনকভাবে বাড়ছে পজেটিভ রোগীর সংখ্যা। ৩০ জুলাই পর্যন্ত সালফোর্ড বারায় আক্রান্তের সংখ্যা ছিলো ৪২২.৩ ।

গ্রেটার ম্যানচেস্টারের সবগুলি বারাই করোনা ভাইরাস সংক্রামণের জাতীয় গড় অনুপাত (৯৮.২) থেকে দুই-তিনগুন বেশী। লকডাউন পুরোপুরি তুলে নেয়াকে এর জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *