#গ্রেটার ম্যানচেস্টার

গ্রেটার ম্যানচেস্টারে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫,০০০ ছাড়ালো !

করোনা মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত গ্রেটার ম্যানচেস্টারে এই ভাইরাসে ৫,০০৬ জন মৃত্যু বরণ করেছেন। গত মার্চের ৮ তারিখে নর্থ ম্যানচেস্টার জেনারেল হসপিটালে প্রথম একজনের মৃত্যুর মাধ্যমে কভিড-১৯ এ মৃতের রেকর্ড করা শুরু হয় যা রোববার ৫,০০০ ছাড়ালো। রোববার গ্রেটার ম্যানচেস্টারের সকল হসপিটাল মিলিয়ে ২৭ জন এই ভাইরাসে মারা যান।

সমস্ত যুক্তরাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা কমতির দিকে হলেও, এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে ধরা যায় না। গত সপ্তাহে প্রধানমন্ত্রী বরিস জনসন অত্যন্ত দুঃখ ভরাক্ৰান্ত হৃদয়ে এক লক্ষ মানুষের প্রাণঘাতীর খবরটি সমস্ত দেশবাসীকে জানান। নতুন ধরণের করোনা ভাইরাসের দ্রুত সংক্রামন রোধ করতে সরকার জানুয়ারী থেকে অনির্দিষ্ট কালের জন্যে জাতীয় লক ডাউন ঘোষণা করে, যা এখনো বলবৎ আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *