#গ্রেটার ম্যানচেস্টার

কিশোর গ্যাংয়ের জ্বালায় অতিষ্ট ট্রাফোর্ড বারার মানুষ !

অল্প বয়সী ছেলে ছোকরাদের দৌরাত্ম ক্রমেই বেড়ে চলেছে ট্রাফোর্ড বারার কিছু কিছু জায়গায়। স্থানীয় পার্ক এবং অলি গলিতে সশস্ত্র কিশোরদের মহড়া রীতিমত ভীতির সঞ্চার করেছে অধিবাসীদের মধ্যে।

গত সপ্তাহে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ একের অধিক অভিযোগ পেয়েছে উত্তর ট্রাফোর্ডের ডেভিহিউম পার্ক থেকে, যেখানে একাধিক কিশোরকে ছোরা ও পিস্তল নিয়ে ঘুরতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গেলে কিশোর গ্যাং তাদেরকে পিস্তল উঁচিয়ে হুমকি প্রদান করে এবং দ্রুত পালিয়ে যায়।

ট্রাফোর্ডবাসীরা বলেন, এই সকল বখে যাওয়া কিশোরদের ভয়ে তারা তাদের শিশুদের পার্কে পাঠাতে ভয় পান। এরা এমনই উদ্ধত যে, যাকে তাকে যখন তখন গালাগালি করে এবং ছোরা উঁচিয়ে মারতে আসে।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা জানান, তারা বিষয়টা অত্যন্ত গুরুত্ত্ব সহকারে দেখছেন। কোন অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবেনা। তিনি সকল ট্রাফোর্ডবাসীকে অনুরোধ করেছেন সতর্ক থাকার জন্যে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *