কারি মাইল খ্যাত রুসুমের উইমস্লো রোড বন্ধ করে দেয় পুলিশ
শুক্রবার রাতে কারি মাইল খ্যাত রুসুমের উইমস্লো রোড বন্ধ করে দিতে বাধ্য হয় গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। হাজারো মানুষের ভীড়ে এক প্রকার অচল হয়ে যায় রুসুমের উইমস্লো রোড। উপায়ান্তর না দেখে পুলিশকে এ রকম সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানা যায়।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশের গোয়েন্দা প্রধান জানান, ১৪ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উৎযাপন করতে সন্ধ্যার পর হাজারো মানুষ নর্থ ওয়েস্টের বিভিন্ন এলাকা থেকে এসে রুসুমে জড় হতে থাকে। রাত বাড়ার সাথে সাথে উৎসুক জনতার ভীড় ক্যাফে রেস্তোরা ছাড়িয়ে মূল সড়কে এসে পড়ে। তার সাথে যোগ হয় শত শত গাড়ির যত্র তত্র পার্ক করা। এক সময় এসে পরিস্থিতি এমন দাঁড়ায় যে কোন দিক দিয়েই আর গাড়ি চলাচলের অবস্থা থাকেনা। অবশেষে বাধ্য হয়েই পুলিশ পুরো উইমস্লো রোডটি বন্ধ করে দেয়।
গোয়েন্দা প্রধান আক্ষেপ করে বলেন, যেই মুহূর্তে আমরা করোনা ভাইরাসের সাথে মরণপণ যুদ্ধ করে যাচ্ছি, সেই সময় এমন একটি সম্মেলন সংক্রামণকে ত্বরান্বিত করা ছাড়া আর কিছুই নয়।





