করোনা সংক্রামন দ্বিগুন গ্রেটার ম্যানচেস্টারে !
গ্রেটার ম্যানচেস্টারের ১০টি বারায় গত কয়েক সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুন। গত এক সপ্তাহে স্টকপোর্ট, ট্রাফোর্ড এবং সালফোর্ডে এর সংখ্যা দ্বিগুনের বেশি ছাড়িয়ে গেছে। এছাড়া অন্যান্য বারাগুলিতেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে সংক্রামণের সংখ্যা।
বলটন এমনিতে বিগত কয়েক মাসে সারা দেশের মধ্যে সংক্রামণের দিক দিয়ে সর্বোচ্চে আছে। পাবলিক হেল্থ ইংল্যান্ডের তথ্য অনুযায়ী, বর্তমানে বলটনে আক্রান্তের হার প্রতি লাখে ৩১০.৬ । গত এক সপ্তাহে এখানে ৮৯৩ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে।
ম্যানচেস্টার মেয়র এন্ডি বারহাম এবং স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বিশেষ গুরুত্ব দিয়ে বিষয়টিকে দেখছেন এবং করোনা টিকা কার্যক্রমকে আরো প্রসারিত করার জন্যে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি নগরবাসীদেরকেও পরিপূর্ন স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন।
বিশেষজ্ঞরা মনে করেন, বাড়তি সংক্রামন ঠেকানো না গেলে অদূর ভবিষ্যতে আরো একবার লক ডাউন দেওয়া ছাড়া সরকারের আর কোন গতি থাকবে না।





