ওল্ডহ্যামে নর্থ ইংল্যান্ড বাংলা সাংস্কৃতিক জোটের পরিচিতি সভা অনুষ্ঠিত।
গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহ্যামে স্থানীয় একটি হলে ১৫ই নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো নব গঠিত নর্থ ইংল্যান্ড বাংলা সাংস্কৃতিক জোটের পরিচিতি পর্বের উদ্বোধনী। জোটের সভাপতি হিসেবে সৈয়দ মাহমুদুর রহমানের নাম ঘোষণা করে বাকি যাদের বিভিন্ন পদে নাম ঘোষণা করা হয় তারা হলেন, নাসির খান শোয়েব, তুলসী ভৌমিক, শাহ মনা মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে শেফিল্ড, চেস্টারফিল্ড, লিভারপুল, ব্রাডফোর্ড সহ গ্রেটার মাঞ্চেস্টারের বিভিন্ন শহর থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্রিটেনের প্রখ্যাত সুরকার, গীতিকার ওল্ডহ্যামের বাসিন্দা জনাব নুরুজ্জামান আহমেদ। উপস্থাপনায় ছিলেন নাসির খান শোয়েব। অনুষ্ঠানের মূল পর্ব পরিচালনা ও হাস্যরসে মাতিয়ে রাখেন তুলশী ভৌমিক। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ওল্ডহ্যাম কাউন্সিলের মেয়র জব্বার ছাড়া ও বিভিন্ন পেশাজীবী থেকে আগত শুভাকাঙ্খীরা বক্তব্য রাখেন। বক্তব্যে সবাই নবগঠিত কমিটি ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এছাড়াও আমন্ত্রিত শিল্পীরা বিভিন্ন ধরনের গান ও কবিতা উপহার দিয়ে দর্শকদের আনন্দে মাতিয়ে রাখেন।





