ওয়াইগানে একটি স্কুলের পুরো ক্লাস সেলফ আইসোলেশনে।
ওয়াইগানের ‘ডিন ট্রাস্ট’ হাই স্কুলের ইয়ার -৮ এর একজন ছাত্রের মধ্যে কভিড— ১৯ রোগ শনাক্ত হওয়ায় পুরো ইয়ার – ৮ ক্লাসকে আগামী ২১শে সেপ্টেম্বর পর্যন্ত সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে সোমবার (৭ সেপ্টেম্বর) ।
স্কুল কর্তৃপক্ষ জানায়, সপ্তাহান্তে উক্ত শিক্ষার্থীর দেহে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ সোমবার (৭ সেপ্টেম্বর ) উক্ত ক্লাসের বাদ বাকী সকল শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষিকাকে ১৪ দিনের সেলফ আইসোলেশনে পাঠায়। ১৪ দিন পর তাদের সকলের করোনা টেস্ট করে ফলাফল নেগেটিভ আসলেই তবে স্কুলে ফেরত নেয়া হবে।
ইয়ার – ৮ ছাড়া অন্যান্য ক্লাসের কার্যক্রম স্বাভাবিক আছে।





