ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের ছাত্রের লাশ উদ্ধার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের ফেলোফিল্ড ক্যাম্পাস থেকে ১৯ বছর বয়স্ক এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ সূত্র মতে, বৃহস্পতিবার বিকেলে জরুরী কল পেয়ে ফেলোফিল্ড ক্যাম্পাসে পৌঁছে তারা ছাত্রটির মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ অপমৃত্যু বা হত্যা জাতীয় কোন আলামত না পাওয়ায় বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু হিসেবেই গণ্য করছে।
বিশ্ব বিদ্যালয় কতৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে সকল ধরণের সহায়তা করার আশ্বাস দিয়েছে। মৃত ছাত্রের পরিচয় এখনো জানা যায়নি।





