ইংল্যান্ডের মধ্যে কভিড – ১৯ আক্রান্তের হার সর্বোচ্চ ওল্ডহ্যামে
এপ্রিল হতে এক সপ্তাহের মধ্যে এ যাবৎ কালের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে ওল্ডহ্যাম। ইংল্যান্ডের স্বাস্থ্য সেবা অধিদপ্তরের পরিসংখ্যান মতে সোমবার পর্যন্ত ওল্ডহ্যামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিলো ২৫৮, যা কিনা ইংল্যান্ডের যেকোন শহরের এক সপ্তাহের মধ্যে সংক্রামিত হওয়ার সর্বোচ্চ রেকর্ড।
স্বাস্থ্য অধিদপ্তরের মতে, এই সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখনই কোন যথাযত ব্যবস্থা নিতে না পারলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।
উল্লেখ্য, গত সপ্তাহে ওল্ডহ্যাম কাউন্সিল থেকে প্রত্যেক অধিবাসীকে সতর্ক করে চিঠি পাঠানো হয়েছিলো যে, যথাযত স্বাস্থ্যবিধী মেনে না চললে পুরো কাউন্সিলকে সম্পূর্ণ লক ডাউনের আওতায় নিয়ে আসা হবে। পরিস্থিতি যেভাবে অবনতির দিকে ধাবিত হচ্ছে, কাউন্সিল কর্তাদের লক ডাউন ঘোষণা করা ছাড়া আর উপায় থাকবে বলে মনে হয়না।





