#গ্রেটার ম্যানচেস্টার

আয়া হাছিমে খুনিদের যাবজ্জীবন কারাদণ্ড।

গত রমজানে ইফতারী কিনতে গিয়ে খুন হন ১৯ বছর বয়সী লেবানিজ বংশোদ্ভূত আয়া হাছিম। গ্রেটার ম্যানচেস্টারের অদূরে ব্লাকবার্ন শহরে বসবাসকারী আয়া হাছিম রোজার ইফতারী কিনতে এ সময় দোকানে যাচ্ছিলেন।

গত বৃহস্পতিবার প্রেস্টন ক্রাউন কোর্ট আয়া হাছিমে খুনের সাথে সম্পৃক্ত ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ( ২৭- ৩৬ বছর) প্রদান করেন। দন্ড প্রাপ্তরা হলেন ফিরোজ সুলেমান (৪০), আবুবকর সাটিয়া (৩২), উৎমান সাটিয়া (২৯), কাশিফ মানজুর (২৬), আয়াজ হুসেন (৩৬), জামির রাজা (৩৩) এবং এন্টোনি এনিস (৩১)।

উল্লেখ্য, ব্লাকবার্নে গত বছরের ১৭ মে ফিরোজ সুলেমান তার অপর ৬ সঙ্গীকে নিয়ে প্রতিপক্ষ ব্যবসায়ী পাশা খানকে খুন করার উদ্দেশ্যে তার ব্যবসাহিক প্রতিষ্ঠান কুইক সাইনে পৌঁছে। রাস্তায় দাড়িয়ে এলোপাথারি গুলি করার সময় একটি এসে আয়া হাছিমের বা কাঁধে লাগে। আয়া ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *