অক্সফোর্ড রোডে ট্যাক্সি চালকদের প্রতিবাদ।
বুধবার দুপুর ১টার দিকে ম্যানচেস্টার সিটি সেন্টারের অক্সফোর্ড রোডে ব্ল্যাক ও মিনি ক্যাব চালকরা এক প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় সমস্ত অক্সফোর্ড রোড ট্রাফিক জ্যামে স্থবির হয়ে পড়ে।
ট্যাক্সি চালকদের নেতা কার্ল ওয়ারবারটন জানান, ম্যানচেস্টার সিটি কাউন্সিল ‘ক্লিন এয়ার জোন’ নামে যে প্রস্তাবনা পাশ করার পরিকল্পনা করছে ২০২৪ সালে তা অধিকাংশ ব্ল্যাক ক্যাব ও মিনি ক্যাব অপারেটরের জন্য ধ্বংসের কারণ হবে। প্রস্তাবিত পরিকল্পনায় সিটি সেন্টারে ঢুকতে হলে বাড়তি চার্জ দিতে হবে এবং নির্দিষ্ট মাত্রার কার্বন ইমিশন ছাড়া গাড়িগুলোকে ঢুকতে দেওয়া হবেনা।
তিনি আরো বলেন, কাউন্সিল থেকে তাদের সাথে আলোচনার কোন সুযোগ তৈরী করা হয়নি। কোন উপায়ান্তর না দেখে তাদেরকে এই প্রতিবাদে নামতে হয়েছে।
গ্রেটার ম্যানচেস্টারের বিভিন্ন জায়গা থেকে প্রায় ১০০ টি ট্যাক্সি এই প্রতিবাদে অংশ নেয়। এই সময় তারা অক্সফোর্ড রোড ট্যাক্সি দিয়ে বন্ধ করে রাখে। প্রায় ঘন্টাখানিক স্থবিরাবস্থা থাকার পর, পুলিশ এসে ট্যাক্সি চালকদের সেখান থেকে সরিয়ে দেয়।





