আরো কঠিন লক ডাউন আইন ঘোষণা করা হলো বলটনে !
ওল্ডহ্যামকে ছাড়িয়ে বলটন এখন ইংল্যান্ডের সর্বোচ্চ কভিড – ১৯ এ আক্রান্ত শহর। গত দুই সপ্তাহে এই বারায় সংক্রামিতের হার প্রতি লাখে ১২০ এ ছাড়িয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
গত সপ্তাহ পর্যন্ত ওল্ডহ্যাম কাউন্সিল ছিলো দেশের সর্বোচ্চ করোনা আক্রান্ত শহর। স্থানীয় লক ডাউনের শুরু থেকেই ওল্ডহ্যামকে রেড জোনে রাখা হয় এবং বাড়তি বিধি নিষেধ আরোপ করা হয়। বলটন দ্বিতীয় স্থানে থাকলেও, গত রোববার (৬ সেপ্টেম্বর) পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য ও জরিপ অনুযায়ী বলটন এখন শুধু গ্রেটার ম্যানচেস্টারে নয়, বরঞ্চ পুরো ইংল্যান্ডের মধ্যে সর্বোচ্চ।
সোমবার (৭ সেপ্টেম্বর) বলটন কাউন্সিল লিডার ডেভিড গ্ৰীনহাল বেশ আক্ষেপ নিয়েই বলেন, কিছু মানুষের দায়িত্বহীন কর্মকান্ডের ফলেই আজ আমাদের এই অবস্থা। এই মুহূর্তে দেশের সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগী আমাদের বারায় এবং এটাকে রুখতে আমরা কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নিতে প্রস্তুত।
গতকাল থেকে বলটন বারায় নতুন কিছু লক ডাউন নিৰ্দেশ জারি করা হয়েছে, যেগুলো হলো –
১. সকল রেস্তোরা, পাব ও বারে শুধু মাত্র টেকওয়ে সেবা দেওয়া যাবে।
২. সব রেস্তোরা, পাব ও বার রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।
৩. কোন অধিবাসী বাইরের কারো সাথে মিলিত হতে পারবে না।
৪. কেয়ার হোমে শুধু মাত্র মনোনীত ব্যক্তি একটি নিৰ্দিষ্ট সময়ে মিলিত হতে পারবে।
কাউন্সিল থেকে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে, আইন ভঙ্গকারীকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা হবে।





