#গ্রেটার ম্যানচেস্টার

৫০ বছর পর সাজা পেল এক ধর্ষক !

অল্প বয়সী এক মেয়েকে বার বার ধর্ষণের অপরাধে ৫০ বছর পর সাজা দেয়া হলো ৬৫ বৎসর বয়সী ইউজিনো বেজিনাকে। গ্রেটার ম্যানচেস্টারের সেইল এলাকার নিবাসী বেজিনাকে ৫ বছরের জেল প্রদান করেন ম্যানচেস্টার ক্রাউন কোর্ট এবং পাশাপাশি তার নাম ‘যৌন অপরাধী’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে আজীবনের জন্যে।

২০১৮ সালে প্রথম বিষয়টি সামনে নিয়ে আসেন ৫০ বছর আগে ধর্ষিত হওয়া সেই মহিলা। পুলিশকে দেয়া তার বক্তব্যে তিনি বলেন, ‘আমি এতটাই ভীত সন্ত্রস্ত ছিলাম তখন যে কাউকে মুখফুটে বলতে পারিনি। তাছাড়া আমার মনে হয়েছিল যে, কেউ আমার কথা বিশ্বাস করবে না। বয়স অল্প থাকায় অনেক কিছুই বুঝে উঠতে পারিনি। কিন্তু পরবর্তীতে আমার কেবলই মনে হয়েছে, আমি একজন অপরাধীকে সাহায্য করেছি বিচার না চেয়ে। অবশেষে সকল দ্বিধা ঝেড়ে ফেলে ২০১৮ সালে পুলিশের শরণাপন্ন হই। আমি সন্তুষ্ট যে, এতো বছর পরে হলেও ন্যায় বিচার পেয়েছি।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *