#গ্রেটার ম্যানচেস্টার

২৬ ডিসেম্বর থেকে বিমানের ম্যানচেস্টার-বাংলাদেশ রুটে ফ্লাইট পুনরায় চালু।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৫ ডিসেম্বর রোজ শনিবার থেকে ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। ২৬শে ডিসেম্বর বিমানের ফ্লাইট বিজি-২০৮ ম্যানচেস্টার থেকে রাত ০৮ টায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে পরদিন দুপুর ১২ টায় এবং সিলেট থেকে দুপুর ০১:০০ টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে দুপুর ০১:৪৫ টায়। যাত্রীদের ভ্রমণকে অধিকতর আরামদায়ক করার জন্য বিমানের অত্যাধুনিক ড্রিমলাইনারের বোয়িং ৭৮৭ এর মাধ্যমে ম্যানচেস্টার ফ্লাইট পরিচালিত হবে।

আগামী ৩০শে ডিসেম্বর ২০২১ তারিখ থেকে ২৫শে মার্চ ২০২২ পর্যন্ত এই রুটে সপ্তাহে ২টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। ম্যানচেস্টার থেকে ফ্লাইট বিজি-২০৮ সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার স্থানীয় সময় বিকাল ০৪:৪৫ ছেড়ে এসে সিলেট পৌঁছাবে পরদিন সকাল ০৮:৪৫ এবং সিলেট থেকে সকাল ০৯:৪৫ যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকাল ১০:৩০ টায়।

পূর্ণ ডোজ কোভিড-১৯ টিকা গ্রহণকারীদের ইংল্যান্ডে প্রবেশের পূর্বে ও পরে করণীয়:

কোভিড-১৯ টিকার পূর্ণ ডোজ গ্রহণের ১৪ দিন পর থেকে ইংল্যান্ডে প্রবেশের ক্ষেত্রে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী ৪৮ ঘন্টার মধ্যে অনলাইনে (https://www.gov.uk/provide-journey-contact-details-before-travel-uk) প্যাসেঞ্জার লোকেশন ফর্ম (পিএলএফ) পূরণ করে জমা দিতে হবে। ১২ বছর ও তদুর্ধ বয়সীর যাত্রীদেরকে ফ্লাইট ছাড়ার পূ্র্ববর্তী সর্বোচ্চ ৪৮ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। ইংল্যান্ডে পৌঁছানোর পর দ্বিতীয় দিনের মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে, এজন্য দেশটিতে প্রবেশের আগেই অনলাইনে (https://www.gov.uk/find-travel-test-provider) বুকিং ও মূল্য পরিশোধ করতে হবে।

করোনা পরীক্ষার ফলাফল পাওয়ার আগ পর্যন্ত সেল্ফ আইসোলেশনে থাকতে হবে। ভ্রমণের সময় ভ্যাকসিন গ্রহণের সনদ ও করোনা পরীক্ষার সনদ সাথে রাখতে হবে। দেশটিতে ফাইজার, অক্সফোর্ড অস্ট্রাজেনেকা, মডার্না, জনসন অ্যান্ড জনসন, কোভ্যাক্সিন, সিনোফার্ম এবং সিনোভ্যাক এর কোভিড-১৯ টিকার অনুমোদন রয়েছে।

যারা কোভিড-১৯ টিকা গ্রহণ করেননি তাদের ইংল্যান্ডে প্রবেশের পূর্বে ও পরে করণীয়:

ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী ৪৮ ঘন্টার মধ্যে অনলাইনে (উপর্যুক্ত লিংকে প্রবশ করে) প্যাসেঞ্জার লোকেশন ফর্ম (পিএলএফ) পূরণ করে জমা দিতে হবে। ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৪৮ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। ইংল্যান্ডে পৌঁছানোর পর দ্বিতীয় দিন বা তার পূর্বে এবং অষ্টম দিন বা তার পরে করোনা পরীক্ষা করানোর জন্য দেশটিতে প্রবেশের পূর্বেই অনলাইনে বুকিং ও মূল্য পরিশোধ করতে হবে। করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল পাওয়া পর্যন্ত ইংল্যান্ডে নিজ বাসায় অথবা যেখানে অবস্থান করবে সেখানে ১০ দিন সেল্ফ আইসোলেশনে থাকতে হবে।

ইংল্যান্ড থেকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে ১২ বছর ও তদুর্ধ বয়সী যাত্রীদেরকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৪৮ ঘন্টার মধ্যে আরটিপিসিআর ভিত্তিক করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। বিস্তারিত ট্রাভেল অ্যাডভাইজরি জানতে ভিজিট করুন www.biman-airlines.com। উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৯শে মার্চ ২০২০ তারিখ থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত রেখেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *