১৫ কর্মী কভিড -১৯ আক্রান্ত হওয়া সত্ত্বেও রয়েল মেইল অফিস খোলা
ম্যানচেস্টার সিটি সেন্টারে রয়েল মেইলের বাছাই কেন্দ্রে ১৫ জন কর্মীর মধ্যে করোনা সনাক্ত হওয়ার পরও কর্তৃপক্ষ কেন্দ্রটি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারী স্বাস্থ্যবিধি অনুযায়ী কভিড – ১৯ এর সংস্পর্শে আসা যেকোন ব্যক্তিকে ১৪ দিনের সেলফ আইসোলেশনে থাকার বিধান থাকলেও রয়েল মেইল কাউকেই কর্ম বিরতীতে পাঠায়নি এমনকি কেন্দ্র বন্ধ রাখার সিন্ধান্তও নেয়া হয়নি। এতে করে কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তুষ দেখা দিয়েছে, অনেকে ব্যক্তিগত উদ্যোগে
সেলফ আইসোলেশনে যাওয়ার ইচ্ছা পোষণ করে কর্তৃপক্ষকে জানালেও তাদেরকে বলা হয়েছে এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি, কেউ যদি যেতে চায় তবে বিনা বেতনে যেতে হবে।
এই বিষয়ে রয়েল মেইল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান যে , ‘আমরা সেন্টারগুলিকে জীবাণু মুক্ত করার ব্যবস্থা করছি। ভবিষ্যতে সংক্রামন রোধে সাস্থ্যবিধি পালনের উপর আরো জোর দেয়া হবে। ’





