#গ্রেটার ম্যানচেস্টার

হেলিকপ্টার দিয়ে খাবার সংগ্রহ !

গাড়িতে করে টেকওয়ে বা রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহের করেন অনেকে, কিন্তু হেলিকপ্টারে করে খাবার সংগ্রহের নজির যুক্তরাজ্যে এই প্রথম ! আর এই অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের প্রেস্টনে।

অজ্ঞাতনামা এক হেলিকপ্টার পাইলট ৮০ মাইল উড়ে গিয়ে প্রেস্টনের কাছে রিবেল ভ্যালি এলাকায় অবস্থিত চিপিং ফার্ম থেকে তার পছন্দের ‘রোস্ট বীফ স্যান্ডউইচ’ সংগ্রহ করেছেন। ফর্মেরই এক কর্মচারী ঘটনাটি ভিডিও করে সামাজিক গণ মাধ্যমে প্রচার করলে দেশব্যাপী আলোচনার ঝড় উঠে।

কেউ কেউ বিষয়টি অভিনব ও রোমাঞ্চকর আখ্যায়িত করলেও, বেশির ভাগ মানুষ লক ডাউন স্বাস্থ্য বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেন।

ল্যাঙ্কাশায়ার কাউন্টি পুলিশ জানিয়েছে, তারা ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। ঘটনাটি যদি লক ডাউন স্বাস্থ্য বিধির লঙ্ঘন হয়ে থাকে, তবে তারা অবশ্যই ব্যবস্থা নিবেন। অন্যদিকে, রিবেল ভ্যালি বারা কাউন্সিল ঘটনাটি অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *