#গ্রেটার ম্যানচেস্টার

স্বাস্থ্যবিধি মেনে না চললে, পুরো কাউন্সিল এলাকা লক ডাউন করা হবে – ওল্ডহ্যাম কাউন্সিল

গ্রেটার ম্যানচেস্টারে এখন পর্যন্ত কভিড – ১৯ আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ হলো ওল্ডহ্যাম কাউন্সিলে। গত এক সপ্তাহে ২৫৫ জন নতুন করে সংক্রামিত হয়েছে। এখন পর্যন্ত এই কাউন্সিলে করোনা ভাইরাসের ২১৭৯ জন।

ওল্ডহ্যাম কাউন্সিল থেকে অধিবাসীদের বার বার সতর্ক করে দেয়ার পরও স্বাস্থ্যবিধী লঙ্ঘিত হয়ে আসছে। করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতির কারণে সরকারের বিভিন্ন মহল ও গণমাধ্যমে হতে সমালোচনার বাণে জর্জরিত হয়ে অবশেষে কাউন্সিল কর্তারা কঠোর সিন্ধান্তে উপনীত হয়েছেন। অধুনা, সকল অধিবাসীদের নিকট চিঠি পাঠিয়ে বলা হয়েছে যে ‘ স্বাস্থ্যবিধী মেনে চলো আর না হলে পূর্ন লক ডাউনের জন্য প্রস্তুত হও। ’
অনেকে ওল্ডহ্যামকে, লেস্টারের মতো লক ডাউন পরিস্থিতিতে পরতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *