#গ্রেটার ম্যানচেস্টার

স্কুল খোলা নিয়ে গ্রেটার ম্যানচেস্টারের সিদ্ধান্তহীনতা !

গত ৩১শে ডিসেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নতুন ধরণের করোনা ভাইরাস নিয়ে দিক নির্দেশনামূলক বক্তৃতার পর দেশ জুড়ে এক অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরকার থেকে পরিষ্কার ভাবে বলা হলেও, গ্রেটার লন্ডনের বাইরের শহরগুলিতে কর্তৃপক্ষ অনেকটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। বিশেষ করে স্কুলগুলিতে মত পার্থক্যের কারণে খোলা না খোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সমগ্র যুক্তরাজ্যের মধ্যে এই মুহূর্তে গ্রেটার লন্ডনে, গ্রেটার ম্যানচেস্টার সহ আরো কয়েকটি সিটি সর্বোচ্চ মাত্রার টিয়ার -৪ লক ডাউনের আওতায় আছে। সরকারী নির্দেশনা অনুযায়ী এই লক ডাউনে স্কুল সমূহ খোলা রাখার কথা বলা হলেও, ব্যতিক্রম গ্রেটার লন্ডন। নতুন ধরণের করোনা ভাইরাস খুব দ্রুত সংক্রামিত হচ্ছে বিধায় সমগ্র লন্ডনের প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের কিছু কিছু ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এখন সমস্যা দেখা দিয়েছে অন্যান্য সিটিগুলিতে যেখানে একই মাত্রার লক ডাউন কার্যকর আছে। গ্রেটার ম্যানচেস্টার কম্বাইন্ড অথরিটি থেকে পরিষ্কারভাবে এই বিষয়ে কোন নির্দেশনা না এলেও, স্থানীয়ভাবে স্কুল কর্তৃপক্ষ দ্বিধায় ভুগছেন। ইতি মধ্যে বেশ কয়েকটি স্কুল না খোলার ঘোষণা দিলেও, অধিকাংশ খোলার পক্ষে আছেন। শিক্ষকদের ইউনিয়ন এই বিষয়ে পরিষ্কারভাবে স্কুল না খোলার পক্ষে অবস্থান নিয়েছে। স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে অনেক শিক্ষকই স্কুল বর্জনের পক্ষে মত দিয়েছেন। অনেকে মনে করছেন, যে সকল স্কুল সোমবার থেকে খুলে দেয়ার পক্ষে, তারাও এই সপ্তার মধ্যে তাদের অবস্থান থেকে সরে আসবেন। অনেক অভিভাবক জোড়ালোভাবে স্কুল না খোলার পক্ষে মত দিয়েছেন। এখন দেখার বিষয় হচ্ছে, স্কুল কর্তৃপক্ষ কোনদিকে মোড় নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *