সজিবুল হক চৌধুরী সজীবের দাফন সম্পন্ন

আজ ম্যানচেস্টারের সাউর্দান সিমেট্রিতে গ্রেটার ম্যানচেস্টার আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আমাদের কমিউনিটির পরিচিত মুখ জনাব সজিবুল হক চৌধুরী সজীব সাহেবের নামাজে জানাজা বিপুল সংখ্যক মুসল্লীর অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়। সজিবুল হোক চৌধুরী দীর্ঘ দিন ম্যানচেস্টারে থাকলে ও পরবর্তীতে কার্লাইল এ চলে যান। গত কয়েকদিন আগে উনি উনার কাজের জায়গায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। জনাব সজিবুল হক চৌধুরী সজীবের আকষ্মিক মৃত্যুতে ম্যানচেস্টারের বাঙালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
ম্যানচেস্টারের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম মোস্তফা, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান রুহুল চৌধুরী মামুন গভীর শোক প্রকাশ করেছেন।