#গ্রেটার ম্যানচেস্টার

লরি ড্রাইভারের বুদ্ধিমত্তায় বেঁচে গেল তরুণ !

মানসিকভাবে পর্যুদস্ত এক যুবক গ্রেটার ম্যানচেস্টারের অদূরে মোটরওয়ে এম-৬২ এর উপর অবস্থিত ওভারব্রীজ থেকে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতির প্রাক্কালে এক লরি ড্রাইভার দেখতে পেয়ে ঠিক তার নিচে এসে তার লরিটিকে পার্ক করে। ঘটনাটি ঘটে গতকাল দুপুরের দিকে লীডসের কাছাকাছি এম-৬২ মোটরওয়ে উপর অবস্থিত একটি ওভারব্রীজে।

অজ্ঞাতনামা লরি ড্রাইভার উক্ত যুবকের প্রাণ রক্ষার তাগিদে লরিটিকে এমনভাবে ব্রীজের নিচে পার্ক করে যাতে, যুবকটি লাফ দিলে রাস্তায় না পড়ে তার লরির উপর এসে পড়ে। লরিটি মোটরওয়ের উপর ঘন্টা কয়েক একইভাবে পার্ক করা অবস্থায় থাকে যতক্ষণ না পর্যন্ত গ্রেটার ম্যানচেস্টার পুলিশের স্পেশাল ট্যাকটিক্যাল টিম এসে সেই যুবককে উদ্ধার করে সড়িয়ে নিয়ে যায়।

লীডস ভিত্তিক নাগরিক সহায়ক সংস্থা ‘ভলনারেবল সিটিজেন সাপোর্ট লীডস’ উক্ত যুবকের ব্রীজে অবস্থান ও পার্ক করা লরিটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে পোস্ট করলে মুহূর্তের মধ্যে তা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। দেশ জুড়ে সকলেই উক্ত লরি ড্রাইভারের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।

এদিকে, যুবকের মা ঘটনাটি জানার পর অত্যন্ত মুষড়ে পড়েন। তিনি বলেন, ‘সকালেও ছেলের সাথে আমার দেখা হয়েছে, অল্প বিস্তর কথাও হয়েছে, কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে সে এমন একটা কাজ করতে চেলেছে। আমার ছেলে যে ভিতরে ভিতরে এতো মানসিক অশান্তিতে ভুগছে তা মোটেও আমাকে জানতে দেয়নি। ভাবতেও গা শিউরে উঠে যে, এটাই হতে পারতো ওর সাথে আমার শেষ দেখা !’ তিনি অত্যন্ত কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন সেই অজ্ঞাত লরি ড্রাইভারকে এবং ধন্যবাদ জানান সকল কর্মকর্তাদের যারা তার ছেলের প্রাণ রক্ষা করতে এগিয়ে এসেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *