#গ্রেটার ম্যানচেস্টার

লক ডাউনের কারণে ব্যবসা হারাচ্ছে রেস্তোরা ও পাব

গত ৩০শে জুলাই রাত থেকে গ্রেটার ম্যানচেস্টারে লক ডাউন ঘোষণা হওয়ার পর থেকে রেস্তোরা, পাব সহ অন্যান্য খাবার পরিবেশনকারী প্রতিষ্ঠানগুলি দ্রুত তাদের ব্যবসা হারাচ্ছে। সংক্রামণের আশংকায় মানুষজন তাদের পূর্ব নির্ধারিত বুকিং বাতিল করছে। ম্যানচেস্টার সিটিতে অবস্থিত বেশ কয়েকটি নামি দামি রেস্তোরা জানিয়েছে যে আগামী দুই সপ্তাহে অনুষ্ঠিতব্য প্রায় ১০০ টি বুকিং বাতিল হয়েছে লক ডাউন ঘোষণার পর থেকে। স্টকপোর্ট থেকে ক্যাটারিং সাপ্লাইযার পল মোর জানান, দীর্ঘ ৪ মাস কর্মহীন থাকার পর গত মাস থেকে নতুন করে অর্ডার নেয়া শুরু করেছিলেন তিনি এবং বেশ কিছু বুকিংও ছিলো তার হাতে, কিন্তু এখন তিনি আশংকা করছেন যে কোন মুহূর্তে কাস্টমাররা তাদের অর্ডার বাতিল করতে পারে।

ছোট বড় মিলিয়ে প্রায় হাজারখানিক ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষাধিক কর্মী তাদের টিকে থাকার লড়াইয়ে পিছিয়ে পড়ার ভীতি নিয়ে বেঁচে আছেন। সরকার বা স্থানীয় কাউন্সিল সাহায্যের হাত বাড়িয়ে না দিলে গ্রেটার ম্যানচেস্টারে বাণিজ্য ধস অবধারিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *