যথাযত ধর্মীয় মর্যাদায় গ্রেটার ম্যানচেস্টারে ঈদ উল আযহা উৎযাপন।

শনিবার (৯ জুলাই) মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার সাথে মিল রেখে গ্রেটার ম্যানচেস্টারসহ সমগ্র যুক্তরাজ্যে পবিত্র ঈদ উল আযহা উৎযাপিত হচ্ছে। হজরত ইব্রাহিম (আঃ) ত্যাগের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে হাজার হাজার বছর ধরে বিশ্বের মুসলামনগণ হজের পরেরদিন পালন করে আসছেন পবিত্র ঈদ উল আযহা। এই দিনে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সমগ্র মুসলিম উম্মাহ সাধ্যমতো পশু কোরবানি করে থাকেন। পশ্চিমা দেশগুলিতে ইচ্ছে স্বাধীনভাবে কোরবানি দিতে না পারলেও ঈদ উৎযাপনে কোন ঘাটতি নেই।
গ্রেটার ম্যানচেস্টারের ১০টি বারায় মসজিদ ও পার্ক মিলে প্রায় শতাধিক স্থানে ঈদ উল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। চমৎকার রৌদ্রোজ্জ্বল দিনে দলে দলে মুসল্লিয়ান ইকরাম পরিবারসহ জামাতে অংশগ্রহন করেন। নামাজ ও খুৎবার পর খতিবগণ যুক্তরাজ্য তথা বিশ্বের মুসলিম উম্মার জন্যে দোয়া করেন।
করোনা মহামারির পর এই প্রথমবার গ্রেটার ম্যানচেস্টারে পূর্ন অংশ গ্রহণের সাথে ঈদ উল আযহা উৎযাপিত হয়।