ম্যানচেস্টার থেকে ৩০% মূল্যহ্রাস ঘোষণা রায়ান এয়ারের

বাজেট এয়ারলাইন রায়ান এয়ার ঘোষণা করেছে যে, ৬ই অগাস্ট বৃহস্পতিবার মধ্যরাত অবধি ম্যানচেস্টার থেকে বেশ কয়েকটি গন্তব্যে উড়তে ৩০% পর্যন্ত মূল্যহ্রাস পাওয়া যাবে ।
ম্যানচেস্টার বিমানবন্দর থেকে ৬৬টি গন্তব্যে যাত্রীসেবা প্রদানকারী সাশ্রয়ী এই এয়ারলাইন্স করোনাকালীন ধস থেকে উত্তরণের লক্ষে এই পদক্ষেপ নিয়েছে বলে জানা যায়। স্পেন এবং ক্যানারি আইল্যান্ডগুলিতে ভ্রমণ জটিলতা এবং ব্রিটিশ নাগরিকদের ফিরে এসে ১৪ দিনের বাধ্যবাধকতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশাবলীর কারণে রায়ান এয়ার প্রায় ৫০% যাত্রী হারিয়েছে। প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্যে এই পিক সিজনেও এয়ারলাইন্সটি ৩০% মূল্যহ্রাসে ঘোষণা করতে বাধ্য হয়েছে। কোন কোন জায়গা যেমন ডেনমার্ক, ইতালি, বেলফাস্ট ইত্যাদিতে মাত্র ১০ পাউন্ডে টিকেট পাওয়া যাবে। শুধু তাই নয়, পরিবর্তিত পরিস্থিতি মাথায় রেখে কর্তৃপক্ষ আগস্ট এবং সেপ্টেম্বরে ভ্রমণের রি-বুকিংয়ের ফিও মওকুফ করেছে । অর্থাৎ যদি আপনি কোন কারণে যাতায়াত করতে না পারেন বা না চান তবে বছর শেষের আগে অন্য কোনও তারিখ,সময়,এমনকি একেবারে আলাদা গন্তব্যের জন্য বুকিং দিতে পারেন এবং কেবল পার্থক্যটি পরিশোধ করতে হবে। বরাবরের মতোই রায়ান এয়ার কোন কোন মূল্য ফিরতের বিধান রাখেনি।
ম্যানচেস্টার বিমানবন্দর থেকে জনপ্রিয় গন্তব্যগুলিতে প্রচুর পরিমাণে ফ্লাইট সহ বিক্রয় যোগ্য মোট ৪,০০০০০ আসন রয়েছে। রায়ান এয়ারের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ বিবরণ দেয়া আছে ।