ম্যানচেস্টার এরিনায় বোমা হামলায় জড়িত হাশেম আবেদির ৫৫ বছরের জেল।
২০১৭ সালের ২২শে মে ম্যানচেস্টার এরিনায় সংঘটিত ভয়াবহ বোমা হামলার সহ-পরিকল্পনাকারী ও সহযোগী, লিবিয়ান বংশোদ্ভুত ২৩ বৎসর বয়সি হাশেম আবেদিকে ৫৫ বছরের জেল দন্ড প্রদান করেন লন্ডনের ‘ওল্ড বেইলি’ কোর্টের বিচারক জেরেমি বেকার।
উল্লেখ্য, ২০১৭ সালের ২২শে মে ম্যানচেস্টার এরিনায় বিখ্যাত মার্কিন পপ তারকা ‘আরিয়ানা গ্রান্ডের’ কনসার্টে এক ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটানো হয়, যার মূল হোতা ছিলো এই হাশেম আবেদির বড় ভাই সালমান আবেদি (২২) । সালমান ঘটনার দিন ব্যাগে করে বোমাটি কনসার্ট স্থলে নিয়ে যায় এবং বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে সালমান নিজেও নিহত হয়। আততায়ী সালমান ছাড়াও উক্ত বিস্ফোরণে কনসার্ট দেখতে আসা দর্শকদের মধ্যে ২২ জন ঘটনা স্থলেই মারা যায় এবং প্রায় শতাধিক আহত হয়, যার মধ্যে ৯২ জন পঙ্গুত্ব বরণ করে।
ঘটনার প্রায় তিন বছর পর পুলিশ সকল আলামত, তথ্য ও প্রমান সংগ্রহ করে এ বছরই পূর্ণাঙ্গ চার্জশিট দাখিল করে হাশেম আবেদির বিপক্ষে। ভাইয়ের সহযোগী এবং বোমা হামলার নেপথ্যের কুশীলব হিসেবে তাকেও সমানভাবে দোষী সাব্যস্ত করা হয়। দীর্ঘ ৭ সপ্তাহের শুনানি শেষে বৃহস্পতিবার লন্ডনের ‘ওল্ড বেইলি’ কোর্টে বিচারক জেরেমি বেকার এই দণ্ডাদেশ পড়ে শুনান।
হাশেম আবেদির দণ্ডাদেশ ঘোষণার পর কোর্টে উপস্থিত নিহত ও আহতদের পরিবারবর্গের মধ্যে সস্থির নিঃশ্বাস ফেলতে দেখা যায়।





