ম্যানচেস্টারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী গুরুতর আহত ।
গতকাল সোমবার মধ্যরাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শেখ জাফর আহমেদ নামে একজন বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত পেশায় ট্যাক্সি চালক শেখ জাফর আহমেদের বেশ কয়েকটি বুকের হাড় ভেঙ্গে গিয়েছে।
সূত্রমতে, মাঞ্চেস্টারের লংসাইড এর বার্চফিল্ড ও ওল্ড হল রোড এর সংযোগ স্থলে, একটি চোরাই গাড়ী কে পুলিশ তাড়া করলে সেটি এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে শেখ জাফর আহমেদের গাড়িকে সজোরে আঘাত করলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উনাকে জরুরী ভিত্তিতে মাঞ্চেস্টার রয়াল ইনফার্মারিতে নেওয়া হয়। বর্তমানে আশংকা মুক্ত হলেও এখন পর্যন্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। তবে এই দুর্ঘটনার বিষয়ে এখনো পুলিশের কোনো ভাষ্য পাওয়া যায় নাই।
এখানে উল্লেখ্য শেখ জাফর আহমেদ লংসাইড এলাকার বাসিন্দা। এবং বাংলাদেশী কমিউনিটিতে পরিচিত ব্যক্তিত্ব।





