ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলা, নিহত ২।

ইয়োম কিপুরের দিনে ম্যানচেস্টারে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সকালে ক্রাম্পসল এলাকার হিটন পার্ক হিব্রু কংগ্রেগেশন সিনাগগের বাইরে এক ব্যক্তি গাড়ি দিয়ে পথচারীদের ধাক্কা দিয়ে পরে ছুরি হামলা চালায়।
এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। নিহতদের নাম এড্রিয়ান ডলবি (৫৩) এবং মেলভিন ক্রাভিটজ (৬৬) বলে নিশ্চিত করেছে পুলিশ।
হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে সশস্ত্র পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করে। পরবর্তীতে দেখা যায়, তার শরীরে একটি ভুয়া বিস্ফোরক ভেস্ট বাঁধা ছিল, তবে কোনো বাস্তব বোমা পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম জিহাদ আল-শামি (৩৫)। তিনি সিরিয়া থেকে আসা একজন ব্রিটিশ নাগরিক। ঘটনার সময় তিনি ধর্ষণের অভিযোগে জামিনে ছিলেন। নিরাপত্তা বাহিনী হামলাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে এবং ঘটনাটির সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ছয়জনকে আটক করেছে।
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় ইহুদি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও পুলিশ কর্তৃপক্ষ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।