#গ্রেটার ম্যানচেস্টার

ম্যানচেস্টারের হটস্পার প্রেস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড !

সোমবার রাতে ম্যানচেস্টার শহরের কেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক হটস্পার প্রেস ভবনে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একসময় বাণিজ্যিক প্রাণকেন্দ্র হলেও ভবনটি গত কয়েক দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

সন্ধ্যার দিকে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভবনের বড় একটি অংশ ধসে পড়ে। ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে দেখা যায়, আগুনের লেলিহান শিখা ভবনের উপরের তলা থেকে বেরিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ে। একটি বিমানের তোলা ছবিতে দেখা গেছে যে ধোঁয়া বহু দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল।

আগুনের কারণে আশপাশের এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, যার মধ্যে অক্সফোর্ড রোড ট্রেন স্টেশন এবং দুটি আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দারাও রয়েছেন। স্টেশনের মাত্র কয়েক গজ দূরে আগুন ছড়িয়ে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, “আমি ধোঁয়ার গন্ধ পেয়ে বাইরে এসে দেখি ভবনটি জ্বলছে। প্রথমে ছোট পরিসরে আগুন শুরু হলেও মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।”

ঘটনাস্থলে ২০টি দমকল ইঞ্জিন ও একাধিক জেট ও এয়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে গ্রেটার ম্যানচেস্টার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। ভবনের তিনটি তলা আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুইটি আবাসিক ব্লকের সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের অস্থায়ীভাবে হোটেল বা পরিচিতদের কাছে আশ্রয় দেওয়া হয়েছে। কাউন্সিলের পক্ষ থেকে একটি বিশ্রাম কেন্দ্র খোলা হয়েছে।

ম্যানচেস্টার সিটি কাউন্সিলের নেতা বেভ ক্রেগ বলেন, “আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। বাসিন্দাদের ধোঁয়া এড়াতে জানালা ও দরজা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।”

এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করা হয়নি। অগ্নিকাণ্ডের উৎস ও কারণ তদন্তাধীন রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *