ম্যানচেস্টারের রক্ত তহবিল প্রায় শুন্যের কোঠায়।

এনএইসএস ম্যানচেস্টারের ব্লাড ব্যাঙ্কে জমাকৃত রক্তের পরিমান কমে গিয়ে প্রায় শুন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে।
প্রয়োজনের তুলনায় রক্তের যোগান না থাকায় হাসপাতালগুলি প্রায় দিশেহারা। করোনার কারণে স্থগিত রাখা বিভিন্ন অস্ত্রোপচার ও রক্তজনিত চিকিৎসার জন্যে যে পরিমান রক্তের প্রয়োজন তার এক তৃতীয়াংশও যোগার করা যাচ্ছে না।
ব্লাড ব্যাঙ্কের সূত্রমতে জানা যায়, যুক্তরাজ্যে যে পরিমান রক্তের চাহিদা আছে এর বৃহৎ একটি অংশ আসে দাতাদের কাছ থেকে। গত ছয়মাসে রক্তদাতাদের অংশগ্রহণ আশংকাজনক ভাবে কমে গেছে। তাছাড়া এনএইসএস ব্লাড ব্যাঙ্কের কর্মী সংকটের কারণেও অনেক সময় রক্ত সংগ্রহ সম্ভবপর হয়ে উঠেনি। ম্যানচেস্টারের হাসপাতালগুলির চাহিদার বিপরীতে রক্ত সরবরাহ একদমই সম্ভব হচ্ছে না। এর মধ্যে সবচেয়ে বেশি তাগাদা আসছে ‘০ পজিটিভ’ রক্তের জন্যে।
এ অবস্থায় কর্তৃপক্ষ যুক্তরাজ্যের অন্যান্য শহরগুলি থেকে রক্ত সংগ্রহের চেষ্টা করে যাচ্ছেন।
ম্যানচেস্টার ব্লাড ব্যাঙ্ক থেকে অধিবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে তারা রক্তদানে এগিয়ে আসেন।