মহিলার আত্মহত্যার চেষ্ঠায় এম ৫৬ বন্ধ ছিলো দুই ঘন্টা
রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ম্যানচেস্টার এয়ারপোর্টের কাছে মটরওয়ে ৫৬ এর জংশন ১ ও ২ এর উভয়দিকের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এই সময় সকল যানবাহনকে বিকল্প হিসেবে স্থানীয় রোড ব্যবহার করতে বাধ্য করা হয়। রৌদ্রোজ্জ্বল ছুটির দিনে ভ্রমণ পিপাসু মানুষজন বেশ কিছুক্ষনের জন্যে মটরওয়েতে আটকা পরেন।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, মাঝ বয়সী এক নারী এয়ারপোর্টের কাছে স্যাসস্টোন জংশনের উপর অবস্থিত ফুট ওভার ব্রিজে অবস্থান নিয়ে আত্মহত্যার চেষ্ঠা করলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পাওয়া মাত্র দুপুর ৩:৩০ মিনিটে ঘটনা স্থলে পৌঁছে মহিলার সাথে কথা বলার চেষ্ঠা করে। অবস্থার উন্নতি না হওয়ায় বিকেল ৪টার দিকে মটরওয়ে বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে পুলিশের মনস্তাত্ত্বিক বিভাগের কর্মকর্তারা এসে মহিলার সাথে আলোচনার মাধ্যমে তাকে ব্রিজের রেলিং থেকে ঝাঁপিয়ে পড়া থেকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। অতঃপর তাকে এয়ার এম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে প্রেরণ করা হয়। মহিলার পরিচয় এবং আত্মহত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
হাইওয়ে ইংল্যান্ডের বরাতে জানা যায়, সন্ধ্যা ৬টার পর মটরওয়ে ৫৬ পুনরায় খুলে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।





