মস্টনে ভয়াবহ ছুরি হামলা, অল্পের জন্যে বেঁচে গেলেন উবার ডেলিভারী ড্রাইভার !
আজ সন্ধ্যা আনুমানিক ৮.৩০ মিনিটে নর্থ ম্যানচেস্টারের হারপারহে আজদা’র কাছে ম্যাকডোনাল্ডের দরজার সামনে এক ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। একজন তরুণ আহত হয়েছে এবং উবার ফুড ডেলিভারি ড্রাইভার অল্পের জন্যে প্রাণে বেঁচে গিয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী একজন স্থানীয় ট্যাক্সি ড্রাইভার বলেন, চোখের সামনে নিমিষে ঘটে যাওয়া এ ঘটনায় তিনি স্তব্ধ হয়ে গেছেন। যেনো নিজের চোখ কে বিশ্বাস করতে পারছেন না। তিনি বলেন, পাশের রাস্তা থেকে একটি ছেলে এসে দরজার সামনে দাঁড়ানো উবার ইটস এর ড্রাইভার ও তার পাশে দাঁড়ানো একটি ছেলের উপর হামলা করে। এতে ছেলেটি আহত হয়। হামলাকারী দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ও এম্বুলেন্স এসে আহত ব্যক্তি কে নিয়ে যায়। এই ঘটনায় সাময়িক ভাবে

ম্যাকডোনাল্ড বন্ধ হয়ে যায়। পুরো এলাকা খালি হয়ে যায়। উল্লেখ্য অপরাধ প্রবন এলাকা হিসেবে এই এলাকা ব্যাপকভাবে পরিচিত। এ বছর এই এলাকার এটা দ্বিতীয় ঘটনা। আহত ব্যক্তির পরিচয় জানা যায় নাই।





