#গ্রেটার ম্যানচেস্টার

ব্ল্যাকলেতে দুই ব্যক্তি ছুরিকাহত !

উত্তর ম্যানচেস্টারের ব্ল্যাকলে এলাকার কালেন গ্রোভে ছুরিকাহত অবস্থায় দুই ব্যক্তি কে (২১ ও ২৩) উদ্ধার করে পুলিশ।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের মতে, মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসে। এ সময় তারা দেখতে পায়, এক ব্যক্তি লম্বা একটি রান্নার ছুরি নিয়ে হেঁটে বেড়াচ্ছে এবং উক্ত দুই আহত ব্যক্তি আর্তনাদ করে চলেছে। খবর পেয়ে ১১:৩০ মিনিটে পুলিশ ও প্যারামেডিক্স ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদয়কে হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ ঘটনাস্থল সহ আশেপাশের রাস্তাগুলি সীল করে দিয়েছে। গোয়েন্দারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *