বেপরোয়া গাড়ী চালনা কেড়ে নিলো ৬ বছরের একটি তাজা প্রাণ
৩২ বৎসর বয়সী এক মহিলার বেপরোয়া গাড়ী চালনায় ঝরে গেলো একটি তাজা প্রাণ। ৬ বছর বয়সী বালকটি হিউম আবাসিক এলাকার উইলমট স্ট্রিটের পাশে খেলা করছিল যখন সেই ঘাতক গাড়ীটি তার উপরে চড়ে বসে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটা ঘটার সাথে সাথেই সেখানে পুলিশ ও প্যারামেডিক এসে পৌঁছে। বালকটির অবস্থা সঙ্কটাপূর্ণ হওয়ায় তাকে এয়ার এম্বুলেন্সের মাধ্যমে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। জরুরী বিভাগের ডাক্তারদের শত চেষ্ঠা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ বিপজ্জনক চালক সেই মহিলাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে এবং তদন্তের স্বার্থে বিভিন্ন নমুনা সংগ্রহ করছে। পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত মৃত ছেলেটির এবং ঘাতক মহিলার কোন পরিচয় প্রকাশ করা হয়নি।





