বলটন থেকে হারিয়ে যাওয়া কিশোরী লন্ডনে উদ্ধার।
গ্রেটার ম্যানচেস্টারের বলটন থেকে নিখোঁজ হয়ে যাওয়া ১১-বছর-বয়সী কিশোরীর সন্ধান মিলেছে লন্ডনে। গত বৃহস্পতিবার ২২ জুলাই এই কিশোরীকে সর্বশেষ তার বাবা-মা বাড়িতে দেখেন, কিন্তু সন্ধ্যা ৭ টার কিছু পরে তার আর খোঁজ মিলেনি।
অবশেষে ফাতুমা কাদির নামের সেই কিশোরীকে লন্ডনে পাওয়া গেছে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ নিশ্চিত করেছে যে তাকে নিরাপদে পাওয়া গেছে। ডেট সিএইচ ইন্সপেক্টর পল রোলিনসন জানান, তাকে শনিবার লন্ডনে পাওয়া গেছে। এখন তাকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, ফাতুমা রাত ২১:২৭ টায় ম্যানচেস্টার পিক্যাডিলি থেকে বার্মিংহাম নিউ স্ট্রিটের ট্রেনে চড়তে দেখা যায়। এরপর রাত ২৩:১০ টায় লন্ডন ইস্টনের উদ্দেশ্যে অন্য ট্রেনে চড়ে বসে। ভোর ০১:১৩ এর দিকে সে লন্ডন ইষ্টনে এসে পৌঁছায়। পরে তাকে এভারশোল্ট স্ট্রিটের দিকে যেতে দেখা যায়।
রেল স্টেশন ও আশেপাশের সিসি টিভির ফুটেজ দেখে লন্ডন মেট্রোপলিটন পুলিশ ফাতুমাকে সনাক্ত করতে সক্ষম হয় এবং উদ্ধার করে তাদের জিম্মায় নিয়ে এসে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানান, যে তারা গ্রেটার ম্যানচেস্টার পুলিশ ও ফাতুমার অভিভাবকের সাথে যোগাযোগ করেছেন। ফাতুমার বাবা -মা এসে সনাক্তকরণ সম্পন্ন করলেই তাদের হাতে তুলে দেওয়া হবে।





