বলটন ও ট্রাফোর্ড বারায় লক ডাউন পূর্ন বহাল।
শেষ মুহূর্তে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ট্রাফোর্ড ও বলটনে লক ডাউন বহাল রাখার সিদ্ধান্ত জানিয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) গ্রেটার ম্যানচেস্টারের ৩টি বারা (স্টকপোর্ট, ট্রাফোর্ড ও বলটন) থেকে স্থানীয় লক ডাউন তুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছিলো। বিগত কয়েক সপ্তাহের করোনা ভাইরাস সংক্রামণের হার হ্রাস পাওয়ায় , গ্রেটার ম্যানচেস্টার অথরিটি এই সিন্ধান্ত নেয়।
গত শনিবার পাবলিক হেলথ ইংল্যান্ডের এক রিপোর্টে আকস্মিক ভাবে ট্রাফোর্ড ও বলটনে কভিড – ১৯ আক্রান্তের সংখ্যা দ্বিগুন পরিলক্ষিত হলে, স্থানীয় সরকার কর্তৃপক্ষ ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেন। মঙ্গলবার দিন পর্যন্ত স্থানীয় ভাবে কোন সিন্ধান্ত বা ঘোষণা দেয়া হয়নি। বুধবার মধ্যরাতে কেন্দ্রীয় ভাবে ঘোষণাটি আসে খোদ স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে।
দুই বারার বেশিরভাগ মানুষই এই বিষয়ে ওয়াকিবহাল না থাকায় অনেককেই বুধবার দিনের বেলায় স্বাভাবিক ভাবে চলাফেরা করতে দেখা যায়। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সরকার আমাদের সাথে লক ডাউন লক ডাউন খেলছে ! এক সপ্তাহ আগে বললো বুধবারে লক ডাউন তুলে নেয়া হবে, আর এখন শেষ মুহূর্তে এসে বলছে বহাল থাকবে। সরকারকে আগে ঠিক করে নিতে হবে যে ওরা কি চায় ?
এদিকে, স্টকপোর্ট বারায় সংক্রামন নিম্নমুখী হওয়ায় পূর্বের পরিকল্পনা অনুযায়ী লক ডাউন তুলে নেয়া হয়েছে বুধবার মধ্যরাত থেকে।





