বলটনে করোনা সংক্রামনের হার হঠাৎ করে দ্বিগুণ !

স্থানীয় লক ডাউন তুলে দেয়ার দুইদিন আগে আকস্মিক ভাবে কভিড – ১৯ সংক্রামণের হার দ্বিগুণে পৌঁছেছে বলটন বারায়।
গ্রেটার ম্যানচেস্টার কর্তৃপক্ষ গত সপ্তাহের মাঝা মাঝিতে ঘোষণা করেছিলো যে, ২ সেপ্টেম্বর বুধবার থেকে বলটন, ট্রাফোর্ড ও স্টকপোর্ট বারা থেকে লোকাল লক ডাউন তুলে দেয়া হবে। বিগত কয়েক সপ্তায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী থাকায় স্থানীয় সরকার এই সিদ্ধান্ত নেয়। লক ডাউন তুলে দেয়ার ঠিক দুইদিন আগেই হঠাৎ করে জাতীয় স্বাস্থ্য অধিদপ্তর ভয়াবহ এক রিপোর্ট নিয়ে সামনে আসে যা, সমগ্র পরিকল্পনাকে ভেস্তে দেবার উপক্রম করেছে।
পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য মতে, গত ২১ থেকে ২৮ আগস্টের মধ্যে বলটন ও ট্রাফোর্ড বারায় কভিড – ১৯ সংক্রামণের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এই সময়ে বলটনে ১২৯ জন এবং ট্রাফোডে ৮৫ জন নতুন করে করোনা ভাইরাসের স্বীকার হয়েছেন। বারা দুটিকে আম্বার জোনে রাখা হয়েছে।
এদিকে স্টকপোর্ট এখনো গ্রীন জোনে তাদের অবস্থান ধরে রেখেছে।
সোমবার ব্যাংক হলিডের দিনে বলটন ও ট্রাফোর্ড বারা কর্তৃপক্ষ স্থানীয় স্বাস্থ্য অধিকর্তাদেরকে নিয়ে জরুরী সভায় বসেছেন। পরিস্থিতি সামাল দিতে সম্ভাব্য করণীয় স্থির করাই এই সভার উদ্দেশ্য, পাশাপাশি বুধবার বারা দুটি থেকে লক ডাউন তুলে নেয়া হবে, না আগের মতই বলবৎ থাকবে, এই বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে বলে আশা করা যাচ্ছে।