ফেয়ারফিল্ড হসপিটালে আগুন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে আনুমানিক ৯:৪৫ মিনিটের দিকে ম্যানচেস্টারের ফেয়ারফিল্ড হসপিটালে আগুন লাগার ঘটনা ঘটে।
গ্রেটার ম্যানচেস্টার ফায়ার সার্ভিসেস সূত্র মতে, রোববার সকালে ইমার্জেন্সি সার্ভিসের কল পেয়ে ফায়ার ফাইটাররা ফেয়ারফিল্ড হসপিটালে পৌঁছে। আগুনের উৎস খুঁজতে গিয়ে তারা আবিষ্কার করে হসপিটালে অবস্থিত একটি ক্যাফের রান্না ঘর থেকে ধোঁয়া নিগর্ত হচ্ছে। ফায়ার ফাইটাররা তড়িৎ গতিতে আগুনের স্ফুলিঙ্গ নির্বাপনে সমর্থ হয়।
হসপিটাল কতৃপক্ষ জানায়, এটা খুবই স্বল্প মাত্রার অগ্নিকান্ড ছিলো বিধায় কোন ক্ষয় ক্ষতি হয়নি। সতর্কতামুলুক সকল ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। রোগীদের নিরাপদ অবস্থানে সরিয়ে নেয়া হয়েছিল, এখন আস্তে আস্তে আবার পূর্বের জায়গায় ফিরত পাঠানো হচ্ছে।





