#গ্রেটার ম্যানচেস্টার

পুলিশ কোন অপরাধ করেনি।

২৮ বছর বয়সী ইয়াসার ইয়াকুবকে গুলি করে হত্যা করে ফায়ার আর্মড অফিসার কোন বেআইনি কাজ করেনি বলে সিদ্ধান্ত দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট (আই ও পি সি) ।

২০১৭ সালের ২ জানুয়ারী হাডার্সফিল্ডের কাছে এম ৬২ এর জংশন ২৪ এ ইয়র্কশায়ার আর্মড পুলিশের গুলিতে ইয়াসার ইয়াকুব(২৮) নিহত হন। এ সময় একটি আউডি গাড়ীতে ইয়াসারের সাথে ছিলেন তার বন্ধু মহসিন আমিন। ইয়াসার ঘটনাস্থলে মারা গেলেও তার বন্ধু মহসিনকে অক্ষত অবস্থায় গ্রেফতার করা হয়। এ সময় তাদের দুজনের কাছ থেকেই গুলি ভর্তি পিস্তল উদ্ধার করা হয়।

পরবর্তীতে ইয়াসারের পিতা জনাব ইয়াকুব হত্যাকান্ডটি ইচ্ছাকৃত এবং সন্ত্রাসী কর্মকান্ড বলে আখ্যায়িত করলে, বিষয়টি পূর্ণাঙ্গ তদন্তের জন্যে আই ও পি সি কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ ৪ বছরের তদন্ত শেষে আই ও পি সি তাদের পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেশ করে যাতে বলা হয়, যথেষ্ট যুক্তি সঙ্গত কারণে এবং জনগণের নিরাপত্তার স্বার্থে ইয়র্কশায়ার আর্মড পুলিশ গুলি করতে বাধ্য হয়। এটা অত্যন্ত দুঃখজনক যে, গুলিতে জনাব ইয়াসার প্রাণ হারান, তবে এতে পুলিশ কোন ধরণের আইন ভঙ্গ করেনি।

আই ও পি সি এর পক্ষ থেকে ইয়াসারের পরিবারকে পূর্ণাঙ্গ রিপোর্টের একটি কপি পাঠানো হয়েছে। তবে ইয়াসারের বাবা এই রিপোর্টকে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে এই রিপোর্ট পক্ষপাতদুষ্ট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *