পিকাডেলি গার্ডেনে বোমাতঙ্ক !
শনিবার দুপুর একটার দিকে ম্যানচেস্টার সিটি সেন্টারের পিকাডেলি গার্ডেনে অবস্থিত বাস স্টেশনে বোমার আতংকে হাজারো মানুষকে সরিয়ে নেয়া হয়।
পুলিশ জানায়, পিকাডেলি গার্ডেনে স্টেজকোচের একটি বাসে পরিত্যাক্ত একটি ব্যাগ দেখতে পেয়ে ড্রাইভার পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক ব্যাগটি বোমা হতে পারে ভেবে, আশে পাশের সকল যাত্রী ও পথচারীদের পিকাডেলি গার্ডেন থেকে দূরে সরিয়ে নেয়। অনাকাঙ্খিত কোন ঘটনা মোকাবেলার জন্যে পিকাডেলি গার্ডেনের চতুর্দিকে বেরিকেড দিয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স অবস্থান নেয়।
খবর পেয়ে অল্প কিছুক্ষনের মধ্যে সেনাবাহিনীর বোম ডিস্পোজাল ইউনিট এসে ঘটনাস্থলে পৌঁছে। প্রায় তিন ঘন্টা পরীক্ষা নিরীক্ষার পর সেনাবাহিনীর বোম ডিস্পোজাল ইউনিট জানায় যে, এটা আসলে কোন বোমা নয়। কোন যাত্রী হয়তো ভুল করে ফেলে গেছে।
ঘটনা চলাকালীন সময় পিকাডেলি গার্ডেনের আশে পাশে অবস্থিত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এছাড়াও পিকাডেলি গার্ডেনে আসার ও যাওয়ার সকল রাস্তাগুলি পুলিশ বেরিকেড দিয়ে রাখে।





