#গ্রেটার ম্যানচেস্টার

তিন পুলিশ ছুরিকাহত, আততায়ী গ্রেফতার

শনিবার ভোর রাতে এক ব্যক্তির ছুরির আঘাতে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের তিন অফিসার আহত হওয়ার ঘটনা ঘটেছে হার্পারহে এলাকার কিংসব্রিজ কোর্টে।

পুলিশ জানায়, শনিবার ভোর ৪.২৫ মিনিটের দিকে কিংসব্রিজে কোর্টের এক বাসিন্দা গ্রেটার ম্যানচেস্টার পুলিশ হেল্প লাইনে ফোন করে জানায়, এক ব্যক্তি লোহার রড দিয়ে তাদের কার পার্কে গাড়ি ভাঙচুর করছে। খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশের একটি ইউনিট সেখানে পৌঁছায় এবং তাকে নিরস্ত্র করার চেষ্ঠা করে। এতে ক্ষিপ্ত হয়ে আততায়ী ছুরি বের করে এলো পাথারি কোপাতে থাকে। এতে করে তিনজন পুলিশ অফিসার আহত হন এবং একজনের অবস্থা গুরতর। পরে অন্যান্য পুলিশ ইউনিট এসে আক্রমণকারীকে টেজার দিয়ে ধরাশায়ী করতে সক্ষম হয়।

আহত তিন পুলিশ অফিসারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৪ বছর বয়স্ক আততায়ীকে গ্রেফতার করে পুলিশি পাহারায় প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তার পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *