ট্রাফোর্ড সেন্টারে হাহাকার

ইউরোপের বৃহত্তম শপিং মল, যার আয়তন ২০৭,০০০ স্কয়ার মিটার। যার কার পার্কে ১৫০০০ গাড়ী জায়গা হয়। সেই ট্রাফোর্ড সেন্টারে এখন হাহাকার চলছে। একটা সময় ছিলো যখন প্রতিদিন মানুষে গিজ গিজ করতো। অথচ আজ অনেক দোকান বন্ধ। আর যেগুলো খোলা সেগুলোর সামনে নিয়ম নীতির গ্যাড়াকলে দীর্ঘ লাইন। Apple এর আউটলেটের সামনে দেখা গেলো পুরোপুরি ইন্টারভিউ নিয়ে অনুমতি দেয়া হচ্ছে।
চায়না টাউন এ অধিকাংশ রেস্তুরাঁ বন্ধ। আর যে কয়েকটা খোলা তাদের কাস্টমার খুবই নগন্য। ফুড কোর্টে অর্ধেকের বেশী বসার জায়গা সাসপেন্ড। Nandos এর মতো ব্যস্ততম রেস্টুরেন্টের সামনে হাতে গোনা কয়েকজন মানুষ মাত্র। একই ভাবে সিনেমা, বার্গার শপ বন্ধগুলোতে ও কেমন যেন একটা শুন্যতা চলছে। এরই মধ্যে ট্রাফোর্ড সেন্টার কর্তৃপক্ষ দেউলিয়া হবার ঘোষণা দিয়ে রেখেছে। যদি তা হয়, তবে তা হবে খুবই দুর্ভাগ্য জনক।