#গ্রেটার ম্যানচেস্টার

ট্যাক্সি চালককে আহত করে পালিয়েছে যাত্রী।

৪৮ বছর বয়সী ট্যাক্সি চালক খুরুস আফসারীকে মাটিতে ফেলে এলোপাথারি আঘাত করে পালিয়ে গিয়েছে দুই যাত্রী। ঘটনাটি ঘটে গ্রেটার ম্যানচেস্টারের ট্রাফোর্ড বারার অন্তর্গত পার্টিংটন এলাকায়।

ঘটনার বিবরণে ট্যাক্সি চালক আফসারী জানান, গত শনিবার রাতে কল পেয়ে তিনি ম্যানচেস্টার সিটি সেন্টারের পিটার স্ট্রিট থেকে একজন পুরুষ ও একজন মহিলাকে তার ট্যাক্সিতে তুলেন। কিছুদূর যাওয়ার পরই ট্যাক্সিতে অবস্থানকারী মহিলাটি বমি করতে শুরু করে। এক পর্যায়ে পুরুষটিও বলতে থাকে তারও বমি বমি ভাব হচ্ছে। কারণ হিসেবে সে বলে ট্যাক্সির ভিতরে গরম খুব বেশি। এর কিছুক্ষন পরে সেও ট্যাক্সির ভিতরে বমি করতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে আফসারী পার্টিংটনে একটি রাস্তার পাশে গাড়ি দাড় করিয়ে তাদেরকে নেমে যেতে বলেন। যাত্রীরা নেমে গেলেও উপযুক্ত ভাড়া ও ট্যাক্সি পরিষ্কার বাবৎ বাড়তি টাকা দিতে অস্বীকার করায় তাদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে আফসারী পুলিশকে কল করার চেষ্টা করলে পুরুষ যাত্রীটি ক্ষিপ্ত হয়ে তাকে গাড়ি থেকে টেনে নামায় এবং মারতে শুরু করে। আফসারীকে মাটিতে ফেলে দুই যাত্রী উপর্যুপুরি লাথি ঘুসি মারতে থাকে। তার চিৎকার শুনে পাশেই থাকা একটি ঘর থেকে এক মহিলা বেরিয়ে আসলে যাত্রীরা পালিয়ে যায়। পরে উক্ত মহিলা আফসারীকে তার ঘরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করেন।

আফসারী বলেন, মিশেল (উক্ত মহিলা) যদি না এগিয়ে আসতো, তাহলে আমার অবস্থা আরো গুরুতর হতে পারতো। আমি তাকে অন্তরের অনস্থল থেকে ধন্যবাদ জানাই, সেই ভয়াবহ মুহূর্তে ফেরেস্তা হিসেবে আবির্ভুত হওয়ার জন্যে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *