চেডারটনে মারাত্মক সড়ক দুর্ঘটনা। উদ্ধার করা হয়েছে এক মহিলাকে।

মঙ্গলবার বিকেল ৫:৪৫ মিনিটের দিকে গ্রেটার ম্যানচেস্টারের চেডারটন এলাকার ব্রডওয়েতে একাধিক গাড়ীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় ব্রডওয়ে প্রায় ঘন্টাখানিক বন্ধ রাখা হয়।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৫:৪৯ মিনিটের দিকে তাদের কাছে খবর আসে যে, চেডারটনের ব্রডওয়েতে একাধিক গাড়ী দুর্ঘটনায় পতিত হয়েছে। খবর পেয়ে স্থানীয় হাইওয়ে পুলিশ ও ট্রাফিক অফিসাররা দ্রুত ঘটনা স্থলে পৌঁছেন। কিছুক্ষন পর নর্থওয়েস্ট অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান। সর্বমোট চারটি গাড়ী সংঘর্ষে লিপ্ত হয়, যার মধ্যে একটি উল্টে পড়েছিল। অন্যান্য গাড়ীগুলির যাত্রীদের অবস্থা তেমন সংকটাপন্ন না হলেও , উল্টে যাওয়া গাড়ীর মহিলা যাত্রীর অবস্থা বেগতিক থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা গাড়ীটির দরজা কেটে তাকে বের করেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তৎক্ষণাৎ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে হাসপাতালে পাঠানো হয়। উক্ত মহিলার আঘাতের প্রকৃতি সম্পর্কে এখনো কোন বিস্তারিত জানা যায়নি।